বঙ্গবন্ধুর সমাধিতে নতুন ১৮ বিচারপতি

0
289

খবর৭১ঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের নবনিযুক্ত ১৮ বিচারপতি।শুক্রবার দুপুরে সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে নতুন বিচারপতিরা বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

নবনিযুক্ত বিচারপতিরা হলেন- আবু আহমেদ জমাদার, এএসএম আবদুল মোবিন, মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, কামরুল হোসেন মোল্যা, এসএম কুদ্দুস জামান, আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, রিয়াজ উদ্দিন খান, খায়রুল আলম, এসএম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও ড. কেএম হাফিজুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আদালতের জেলা ও দায়রা জজ দলিল উদ্দিন, জেলা প্রশাসক মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার সাইদুর রহমান খান ও আইনজীবীরা।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here