সুন্দরগঞ্জে ১’শ ৭৫ বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

0
324

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১’শ ৭৫ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় শহিদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া। উপজেলা শিক্ষা অফিসার- একেএম হারুন-উর- রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি)- আবু বাক্কার সিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, খায়রুল ইসলাম, আবুল কালাম আজাদ, রিপন প্রমুখ। উল্লেখ্য, পিইডিপি- ৩’র আওতায় উপজেলার ২’শ ৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১’শ ৭৫টি বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়। পরবর্তীতে অপর ৮৪টি বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হবে বলে উপজেলা শিক্ষা অফিসার-একেএম হারুন-উর-রশিদ জানান।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here