হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে আহত ভাতিজা হুমায়ন কবির সুমনের(১৮) মৃত্যু হয়েছে। বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুমন।
এর আগে গত বুধবার সকালে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে বৃহস্পতিবার দুপুরে নিহতের বাবা বাদি হয়ে হাতীবান্ধা থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত সুমন উপজেলার ওই গ্রামের বাসিন্দা খবির উদ্দিনের পুত্র। অভিযুক্ত সুমনের চাচা একই গ্রামের বাসিন্দা ছবিবর রহমান।
জানা গেছে, কৃষি জমির পানি বের করা নিয়ে চাচা ও ভাতিজার মাঝে বাকবিতন্ডা শুরু হয়। এর এক পর্যায়ে তার চাচা ছবিবর রহমান লাঠি দিয়ে সুমনের মাথায় আঘাত করে। এতে সুমন গুরুতর আহত হয়। সুমনকে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানেই বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুমনের।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় ৫ জনের নামে থানায় মামলা করেছেন সুমনের বাবা। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
খবর ৭১/ইঃ