আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ প্রতিবন্ধী সংস্থার সদস্যদের মাঝে শাড়ি- লুঙ্গী প্রদান করা হয়েছে।
জাতীয় সংসদ সদস্য-ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী’র কর্তৃক ঈদুলফিতর পূর্বে দুঃস্থ ও প্রতিবন্ধী হিসেবে সংস্থাটির সদস্যদের জন্য বরাদ্দকৃত ২৫টি শাড়ি ও ২৫টি লুঙ্গী যথাযথভাবে বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে সযস্থাটির সভাপতি- আঃ সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা জাপা’র সিনিয়র সহ-সভাপতি- মাওঃ আবুল হোসেন (শিক্ষক অবঃ)। বিশেষ অতিথি ছিলেন- ছাপড়হাটী ইউনিয়ন জাপা’র সভাপতি- শিক্ষক আশরাফুল ইসলাম, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান- অধ্যক্ষ এম শরিফুল ইসলাম, সমাজ সেবক- রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন- সংস্থার সাধারণ সম্পাদক- শাহজাদা মিয়াসহ সর্বস্তরের সদস্যগণ।
খবর ৭১/ইঃ