খবর ৭১ঃ ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন মাস্টারকে (৬৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মতিন উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় খাগাটি জামতলী মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো পাশে নিজের মাছের ফিশারিতে রাতযাপনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আবদুল মতিন। বুধবার ফজরের নামাজের সময় মসজিদে না আসায় প্রথমে মুসল্লিরা আবদুল মতিনের শোবারঘরে গিয়ে খোঁজ করে তাকে পাননি। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ করেন।
পরে ভোর ৬টার দিকে ফিশারির পানিতে গলা কাটা লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এরশাদ উদ্দিন জানান, দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।
খবর ৭১/ইঃ