খবর ৭১ঃ যশোরের চৌগাছায় মাদক ব্যবসায়ীর দুই গ্রুপের মধ্যে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত যুবক (২৮) নিহত হয়েছেন। বুধবার (৪ জুন) ভোরে চৌগাছা-যশোর সড়কের চান্দাআফরা এলাকায় এ ঘটনা ঘটে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল যায় পুলিশ। সেখান থেকে গুলিবিদ্ধ ওই যুবককে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং প্রায় তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
খবর ৭১/ইঃ