তালা প্রেসক্লাবে সংবর্ধিত হলেন নবাগত ইউএনও সাজিয়া আফরীন

0
326

নিজস্ব প্রতিবেদক :
তালা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও তালা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সাজিয়া আফরীনকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। ২ জুলাই (সোমবার) বিকাল ৪ টায় তালা প্রেসক্লাবের আয়োজনে তালা প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য সাহা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডর আলাউদ্দীন জোয়ার্দ্দার, সুভাষিনী কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, উপজেলা কৃষকলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, মুক্তিযোদ্ধা কোহিনুর ইসলাম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক ও জাসদের কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, আওয়ামী লীগনেতা শাহাবুদ্দীন বিশ্বাস, সৈয়দ ঈদ্রিস, সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় তালা প্রেসক্লাবের সকল কর্মকর্তা-সদস্যবৃন্দ ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথমে তালা প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা এবং তালা উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষককে ক্রেষ্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, তালা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত হয়ে নিজেকে আনন্দিত প্রকাশ করেন এবং উপজেলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here