পাঁচবিবিতে মাদকের আস্তানা গুড়িয়ে দিলো র্যারা

0
335

মোঃ অালী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা বাগজানা
ইউনিয়নের উত্তর গোপালপুর রেল বস্তির মাদকের আস্তানা উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিথিতে গ্রামবাসীর সহায়তায় গুড়িয়ে দিল র্যাব। জয়পুরহাট র্যাব-৫ এর ডিএডি আব্দুল আলীমের
নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে এ মাদকের আস্তানা গুড়িয়ে দেওয়া হয়। এসময় বাড়ির মালিক মনজুয়ারা ছেলে মর্তুজা ও সেবনকারি সহ মোট ১৫ জনকে আটক করে র্যাব। এসময় বিপুল পরিমানের মাদক সেবনের বিভিন্ন ধরনের উপকরণ উদ্ধার করা হয়। আটকের পর ঘটনা স্থলেই উপজেলা নির্বাহী অফিসার ও
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাজিবুল আলম ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা প্রদান করেন। মাদক সেবনের উপকরণ গুলো আগুন দিয়ে পুরে ফেলা হয়।
বাগজানা ইউপি চেয়ারম্যান বলেন, আটক মনজুয়ারা দীর্ঘ দিন যাবৎ উত্তর গোপালপুর গ্রামে মাদকের ব্যবসা করত। একারনে গ্রামবাসী তাকে গ্রাম থেকে উচ্ছেদ করলে রেল লাইনের ধারে বাড়ি করে থাকত। তবুও মাদকের ব্যবসা ছাড়ে না। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে সোমবার দুপুরে র্যাবের মাধম্যে মনজুয়ারার বাড়ি ভেঙ্গে দেয়।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here