নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ১১ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। ধর্ষণকারী শিশুটির বাবা কাঠ মিস্ত্রি দুখুমিয়া (৩৫)। এ অভিযোগে সোমবার দুপুরে শহরতলীর ঘোষেরচর একটি ভাড়া বাসা থেকে পুলিশ ধর্ষককে আটক করেছে। একই সাথে ভিকটিম শিশু ও তার মা নাছিমা বেগম কে পুলিশ হেফাজতে নিয়েছে। ধর্ষক দুখু মিয়া সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের কাকা মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, দুখু মিয়ার স্ত্রীর অনুপস্থিতিতে তার নিজের শিশু মেয়েকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে। ভয় এবং লোক লজ্জায় শিশুটি এ ঘটনা কাউকে জানায়নি। এমনকি নিজের মাকেও বলেনি। এভাবে প্রায় বছর খানেক ধরে এ ঘটনা চলতে থাকে। নাছিমা বেগম বাড়িতে না থাকলে প্রায়ই দুখু মিয়া মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে থাকে। এটা দেখে এলাকাবাসীর মনে সন্দেহ জাগে। এ কারনে সোমবার এলাকাবাসী জোর করে দরজা খুলে বিষয়টির সত্যতা জানতে পায় এবং দুখু মিয়াকে মারপিট করে পুলিশে দেয়। পুলিশ শিশুটি ও তার মা এবং ধর্ষক বাবাকে জিজ্ঞাসাবাদ করে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়।
খবর ৭১/ইঃ