হাতীবান্ধায় পুলিশের গুলিতে আহত এক মাদক ব্যবসায়ী

0
460

খবর৭১:হাসান মাহমুদ,লালমনিরহাট প্রতিনিধি ঃ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় পুলিশের গুলিতে আব্দুল জলিল(৪০) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। এ সময় দুই পুলিশ আহত হয়। আহত ওই মাদক ব্যবসায়ী বর্তমান হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার ভোরে উপজেলার ধওলাই কালি মন্দির এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
গুলিবিদ্ধ মাদক ব্যাবসায়ী আব্দুল জলিল উপজেলার উত্তর গোতামারী এলাকার মৃত আনোয়ার হোসেনের পুত্র।
আহত পুলিশ সদস্যরা হলেন, হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) সঞ্জয় কুমার ও কনস্টেবল সত্যজিত রায়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে উপজেলার ধওলাই কালি মন্দির এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে মাদক ব্যবসায়ী জলিলসহ অন্যান্যরা হামলা চালায়। এতে দুই পুলিশ আহত হয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ কয়েক রাউন্ড গুলি করলে মাদক ব্যবসায়ী জলিলের পায়ে গুলি লাগে। আর সে আহত হয় ও বাকিরা পালিয়ে যায়। জলিলের বিরুদ্ধে থানায় ৬টি মাদক মামলা রয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here