কুমিল্লায় ‘ধামতী প্রি‌মিয়ার লীগ-‌ডি‌পিএল’র ফাইনাল কাল

0
326

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা জেলার দে‌বিদ্বা‌র উপ‌জেলার ঐ‌তিহ্যবাহী গ্রাম ধামতী। শিক্ষা ও সাংস্কৃ‌তি‌তে যেমন এ‌গি‌য়ে গ্রাম‌টি, তে‌মনি এ‌গি‌য়ে র‌য়ে‌ছে খেলাধুলা‌তেও। ২০০৪ সাল থে‌কে প্র‌ত্যেক বছর গ্রা‌মের যুবক‌দের উ‌দ্যো‌গে আ‌য়োজন করা হয় ধামতী প্রি‌মিয়ার লীগ-‌ডি‌পিএল। এবার বসেছিল ডি‌পিএলের ১০ম আসর। আগামীকাল শুক্রবার (২৯ জুন) এবা‌রের আস‌রের ফাইনাল ম্যাচ‌টি অনু‌ষ্ঠিত হ‌বে।

আগামীকাল শুক্রবার দুপুর ২টার দি‌কে ধামতী হা‌বিবুর রহমান উচ্চ বিদ্যালয় মা‌ঠে অনু‌ষ্ঠিতব্য ফাইনাল ম্যাচ‌টি‌তে অংশগ্রহণ কর‌বে কা‌চিশাইর বনাম শাকতলা।

খেলায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত থাক‌বেন কু‌মিল্লা-৪ (দে‌বিদ্বার) আস‌নের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ), দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন। খেলায় বিশেষ আকর্ষন হিসেবে উপস্থিত থাকবেন বি‌পিএ‌লে কু‌মিল্লা ভি‌ক্টো‌রিয়া‌ন্সের কোচ শেখ মোহাম্মদ সালাহ উ‌দ্দিন।

বিশিষ্ট সমাজ সেবক বিরাম খাঁ এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত থাকবেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রবীন্দ্র চাকমা, দেবিদ্বার সার্কেলের এসপি শেখ মোহাম্মদ সেলিম, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান, ১৩নং ধামতী ইউনিয়নের চেয়ারম্যান ময়নাল হোসেন মনির, ও সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া প্রমুখ।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু জায়েদ চৌধুরী জুয়েলের পরিচালনায় দে‌বিদ্বার উপ‌জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উ‌প‌স্থিত থাকার কথা র‌য়ে‌ছে।

খেলায় চ্যাম্পিয়ন দল পুরস্কার স্বরুপ পাবে এলসিডি টিভি ও রানার আপ দল পাবে রঙিন টিভি। এছাড়াও ৩য় স্থান অধিকারী দলের জন্য রয়েছে আকর্ষনীয় পুরস্কার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here