পাঁচবিবিতে ফেন্সিডিল ও আতশঁ বাজি সহ আটক ২

0
348

এম এম আতাউর রহমান (জীবন),জয়পুরহাট: জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটেলিয়ানের দ্বায়িত্ব প্রাপ্ত সীমান্ত এলাকায় অস্ত্র, চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ফেন্সিডিল ও আতশঁ বাজি সহ আটক- ২। গত কাল বুধবার রাতে পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর এলাকায় এক অভিযান পরিচালনা করে তাদের আটক করেন জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটেলিয়ান। আটক কৃতরা হলেন, জযপুরহাট জেলায় পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের বাবুল হোসেনের পুত্র রুবেল হোসেন (২৩), এবং দুলাল হোসেনের পুত্র রেজুয়ান হোসেন (১৮)।
আটকের পর তাদের পাঁচবিবি থানায় সপর্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here