সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নব গঠিত নারায়নগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালুকে নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কমিটি নারায়ণগঞ্জ জেলার এ কমিটির নাম ঘোষণা করার পর থেকে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সর্বত্ররের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। গতকাল বুধবার সকালে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মনির হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম শান্ত, সোনারগাঁও থানা ছাত্রদলের নেতা রাজন হোসেন রনি, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা শফিকুল ইসলাম শফিক ও সাদীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আফজাল হোসেন প্রমূখ।
উল্লেখ্য যে, ২৬ জুন মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি করা হয় আনোয়ার সাদাত সায়েমকে, সেক্রেটারি পদে মাহাবুব রহমান, সহ সভাপতি মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মাস্টার, সালাউদ্দিন দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালুকে।