নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ তার সহযোগী গ্রেফতার

0
289

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে পুলিশ অভিযান চালিয়ে ১২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম আলমগীর হোসেন (৪২)। সে নড়াইল জেলার সদর উপজেলাধীন চিলগাছা রঘুনাথপুর গ্রামের মোকসেদ সিকদারের ছেলে। গ্রেফতারকৃত অপরজন হলো নয়ন বিশ্বাস (২৫)। সে একই এলাকার আফছার বিশ্বাসের ছেলে। বুধবার (২৭ জুন) ভোরে তাদেরকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোকসেদ তার এলাকায় লুকিয়ে থেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিজ এলাকায় ইয়াবার ব্যবসা করছে মর্মে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নিকট একটি গোপন সংবাদ আসে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে তিনি নিজে নড়াইল সদর থানার এসআই আনিচ ও মনিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে মোকসেদকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে মোকসেদকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যানুযায়ী তার সহযোগী নয়নকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাকে জানান, অপরাধ দমনে নড়াইল পুলিশ সর্বদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় নড়াইল সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, শুধু সাজাপ্রাপ্ত আসামিই নয়, সব ধরনের অপরাধীদের আইনের আওতায় নিতে নড়াইল পুলিশ কখনোই পিছপা হবে না।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here