শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: দু’সপ্তাহের ব্যবধানে আবারও বেনাপোল স্থলবন্দরে ব্লিচিং পাউডার বোঝাই একটি ভারতীয় ট্রাকে আগুন লেগে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন বন্দর কর্তৃপক্ষ। একই সাথে দাউদাউ করে জ¦লে উঠা আগুনের লেলিহানে পাশে থাকা টায়ার বোঝাই আরেকটি ভারতীয় কাভার্ডভ্যানেরও অনেকটা ক্ষতি হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার সময় বেনাপোল বন্দর অভ্যন্তরের বাইপাস সড়কের উপর এ আগুনের সুত্রপাত ঘটলেও অজ্ঞাত কারণে ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানালেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয়রা জানান, ভারতীয় ডব্লিউ বি ৮৪৭৭ নম্বরের গাড়ি নিয়ে চালক রাতে বেনাপোল বন্দরের টার্মিনালে প্রবেশের সময় স্ক্যানার মেশিনের কাছে আসলে হঠাৎ ট্রাকে আগুন ধরে যায়। এসময় স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া হলে তারা প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ নিয়ে গত দু’সপ্তাহের ব্যবধানে বেনাপোল বন্দরে আগুণ লেগে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার পণ্য।
এ বিষয়ে বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, আগুণ নেভানো সম্ভব হয়েছে। তবে কি কারণে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনও জানা যায়নি।
খবর ৭১/এসঃ