খবর৭১: তুরস্কের প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে যথাক্রমে জয় পেয়েছেন রজব তাইয়েব এরদোয়ান ও তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)। জয়ী হয়ে ইস্তাম্বুলে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন তিনি।
এরদোয়ান বলেন, ‘আমাদের জাতি আমাকে প্রেসিডেন্ট এবং নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে।’ এরদোয়ানের অধীনে এই প্রথম তুরস্ক রাষ্ট্রপতিশাসিত একটি ব্যবস্থার দিকে যাচ্ছে।
অনানুষ্ঠানিক ফলাফলে তিনি ও তার দল একে পার্টি বিজয়ী হয়েছে বলেও এরদোয়ান জানান। তার ভাষায়, ‘প্রায় ৯০ শতাংশ ভোটার উপস্থিতির মাধ্যমে তুরস্কের নির্বাচন বিশ্ব গণতন্ত্রের জন্য একটি শিক্ষা।’ দেশের ভবিষ্যতের কথা ভেবে নির্বাচন নিয়ে যেকোনো ধরনের উত্তেজনামূলক কর্মকাণ্ড পরিত্যাগ করারও আহ্বান জানান তিনি।
খবর৭১/এস: