খবর৭১: নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। সোমবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম জানান, ‘প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনের সাথে বৈঠকে বসেছেন।
বৈঠকে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
খবর৭১/এস;