আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে প্রায় সাড়ে ৬’শ নারীকে মাতৃত্বকালীণ ভাতা প্রদান করা হচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মাতৃত্বকালীন ভাতা। উপজেলার ১১ টি ইউনিয়নে মোট ৬’শ ২৭ জন মায়ের জন্য প্রত্যেক মাকে মাসিক ৫’শ টাকা করে বরাদ্দ দেয়া হচ্ছে। শনিবার খোদ কোমরপুর ইউনিয়নে ভাতাভোগীদের বাছাই কালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা- শাহনাজ আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান আক্তার বানু লাকী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার- সাজ্জাদুর রহমান ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী প্রমুখ।
খবর ৭১/এসঃ