আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ দলের সংঘর্ষেপরেশ চন্দ্র (৪৮) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে জেলা সদরের গোদারঘাট ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। নিহত ডাকাত সদস্য পরেশ চন্দ্র সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কাশদহ গ্রামের নরেশ চন্দ্রের পুত্র। দীর্ঘ দিন ধরে নিহত আন্তঃজেলা ডাকাতদলের সদস্য পরেশ চন্দ্র ও তার ভাই ভবেশ চন্দ্রের সাথে অন্য ডাকাত দলের সদস্য শৈলেস চন্দ্রের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে এ সংঘর্ষ ঘটে। এসময় শৈলেসের দলের সদস্যরা পরেশ ও তার ভাই ভবেশকে কুপিয়ে আহত করে। এতে ভবেশ ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি নিশ্চিত করে সদর থানা অফিসার ইনচার্জ- খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান- পরেশ, ভবেশ ও শৈলেস আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে।
খবর ৭১/এসঃ