নড়াইলে পুলিশের নিয়মিত অভিযানে গ্রেফতার-২৬

0
469

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে শনিবার থেকে রবিবার (২৪ জুন) সকাল পর্যন্ত অভিযানে মোট ২৬ গ্রেফতার করেছে পুলিশ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, জিআর মামলায় ১৭ জন সিআর মামলায় ৪ জন নিয়মিত মামলায় ৫ জন সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মাদক, জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন মামলায় মোট ২৬ জনকে গ্রেফতার করে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, শনিবার থেকে রবিবার (২৪ জুন) সকাল পর্যন্ত অভিযানে মোট ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং অন্যান্য মামলায় ৫। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নড়াইল জেলায় এ অভিযান চলমান থাকবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here