আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৮২ টি ইয়াবা ট্যাবলেটসহ রাজু মিঞা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
থানা স‚ত্রে জানা যায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল মোত্তালেব প্রধান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচাবাজার থেকে রাজু মিঞাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত রাজু মিঞা ঐ এলাকার ডাক্তার রাজা মিঞার পুত্র। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করে আসামী রাজু মিঞাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একই আইনে আরো একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
খবর৭১/এস: