শৈলকুপায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহি নিহত

0
389

রাব্বুল ইসলাম,ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা বাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫) নামের এক বাই সাইকেল আরোহি নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামের ওয়াপদার খাঁ’র ছেলে। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, সকালে মদনডাঙ্গা বাজারে সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল আব্দুল মজিদ। এসময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আব্দুল মজিদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় কাভার্ড ভ্যানটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here