সুপ্রিম কোর্টে ৫৮টি বেঞ্চ পুনর্গঠন

0
604

খবর৭১: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৫৮টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার (২১ জুন) এ তথ্য নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান।

তিনি বলেন, ‘অবকাশকালীন ছুটি শেষে আগামী রবিবার (২৪ জুন) সুপ্রিম কোর্ট খুলছে। সেদিন থেকে পুনর্গঠিত এসব বেঞ্চের বিচারপতিরা তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।’

এর আগে গত ২০ জুন হাইকোর্ট বিভাগের ৫৮টি বেঞ্চের তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওই তালিকায় আগামী ২৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলোর বিচারকাজ শুরু করার সময় নির্ধারণ করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here