আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২’শ গ্রাম গাঁজাসহ আতোয়ার রহমান (৪৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ইজার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব-ঝিনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গাঁজা ব্যবসায়ী আতোয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার এসআই ইজার আলী জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করে আসামী আতোয়ার রহমানকে আদালতে পাঠানো হয়েছে।
খবর৭১/এস: