হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ে মিনি ট্রাকচাপায় মাটরসাইকেল চালক ফয়জুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। শনিবার ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়জুল একই এলাকার বাসিদা।
প্রত্যÿদর্শীরা জানায়, মেহেরপুর থেকে মাটরসাইকেল যোগ ফয়জুল ইসলাম চুয়াডাঙ্গা শহরের দিকে যাছিলেন। শনিবার দুপুর ২ টার দিকে ফয়জুল চুয়াডাঙ্গা শহরের প্রবেশ মুখে দৌলতদিয়াড় নামক ¯স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক নিয়¿ণ হারিয়ে মাটরসাইকেলের উপর উঠে পড়ে। এতে ঘটনা¯স্থালেই মাটরসাইকেল চালক ফয়জুল মারা যায়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলায়ার হােসন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয় শনিবার বিকাল ৬ টা পর্যন্ত থানায় কোন অভিযাগ দায়ের হয়নি।##
হাফিজুর রহমান কাজল