মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামে বজ্রপাতের সময় মো. রমজান(২৪) ও মো.শরিফ(২৫) নামে দুই যুবক নিহত হয়েছে। শনিবার বিকেলে ঈদ উদযাপন উপলক্ষে ট্রলার ভ্রমনে গেলে হঠাৎ বজ্রপাত হলে তারা বজ্রাহত হয়ে পানিতে পড়ে নিহত হয়। একই সাথে দু’ যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, বিকেলে বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামের ১০/১২ জন যুবক ঈদ উপলক্ষে ট্রলার ভাড়া নিয়ে মধুমতি নদীতে ভ্রমনে বের হয়। ট্রলারটি ভেল্লাকান্দি ব্রিজ এলাকা থেকে ফেরার সময় চরসেলামাতপুর ঘাট এলাকায় পৌছালে হঠাৎ প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।এ সময় ৩ জন গুরুত্বর আহত হয়ে মধুমতি নদীর পানিতে পড়ে যায়। আহত ১জন ট্রলারে উঠতে পারলেও বাকি ২জন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা জাল টেনে ২ জনের মরাদেহ উদ্ধার করে ।