খবর ৭১ঃ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ জুন) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।
নামাজে মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় এবং দেশের সব সমস্যা দূর করতে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের অত্যন্ত আনন্দ ও উৎফুল্লের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকে মুসল্লিরা ছুটে আসেন। বাসাবো থেকে আসা জাকারিয়া জানান, এবারের ঈদে গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। তাই জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেছি। এছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও ৪টি জামাত অনুষ্ঠিত হবে।