জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

0
365

এম এম আতাউর রহমান (জীবন)জেলা প্রতিনিধি,জয়পুরহাট:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাট জেলার নব-নির্বাচিত জেলা যুবদলের নেতৃবৃন্দের নেতৃত্বে প্রথমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের নব-নির্বাচিত সভাপতি ওবায়দুর রহমান সুইট, সাধারণ সম্পাদক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সাংগঠনিক সম্পাদক আলী মোকারম। আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি মমতাজ উদ্দিন মন্ডল, সহ-সভাপতি আমিনুল ইসলাম বকুল, অধ্যক্ষ শামসুল হক, সাধারন সম্পাদক নাফিজুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, সাবেক ছাত্রনেতা আব্দুল ওহাব, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, যুগ্ম সম্পাদক আজহার আলী, সিনিয়র সহ-সভাপতি তৌফিকুল আলম মিলন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here