শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে ফ্রেন্ডস পালং এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শরীয়তপুর ক্লাবে সমাজের কম সৌভাগ্যবান ১০০ জনকে এ ঈদ সামগ্রী প্রদান করা হয় এবং পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডস পালং এর সভাপতি নুরুজ্জামান সিপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আল-আমিন সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল। বিশেষ অতিথি ছিলেন, ভাষা সৈনিক মাস্টার জালাল উদ্দিন আহম্মেদ, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী, ৪ ওয়ার্ড কাউন্সিলর মোতালেব ঢালী। এসময় উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস পালং এর প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াহিদুজ্জামান চাঁন, সাধারন সম্পাদক ডা. নজরুল ইসলাম রিপন, সাবেক সভাপতি ফেরদৌসি আক্তার, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. তারিকুল ইসলাম সোহাগ, সাবেক সাধারন সম্পাদক ওলিউর রহমান রাজু, সদস্য মহসিন রেজা রিপন, বর্তমান যুগ্ম সাধারন সম্পাদক হান্নান সিকদার, কোষাধ্যক্ষ সজল চন্দ্র রায়, প্রচার সম্পাদক কাজী মামুন, সদস্য শাখাওয়াত লিটন প্রমূখ।
খবর ৭১/ইঃ