‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনার স্বচ্ছ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

0
299

খবর ৭১: চলমান মাদকবিরোধী অভিযান নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করে, কথিত বন্দুকযুদ্ধে নিহতের ঘটনার স্বচ্ছ তদন্ত চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি হতাহতের কয়েকটি ঘটনাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের নৃশংস মাদকবিরোধী যুদ্ধের সঙ্গে তুলনা করা হয়েছে।

এর আগে গত ৩০ মে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট সাংবাদিকদের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

বুধবার (১৩ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নুয়ের্ট স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে মাদকবিরোধী অভিযানে ১৪৭ জন নিহত ও ২১ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে উল্লেখ করে বলা হয়েছে ‘বিচার বহির্ভূত হত্যার বিশ্বাসযোগ্য সব প্রতিবেদনের ঘটনায় পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত চালানোর আহ্বান জানানো হচ্ছে।’

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নুয়ের্ট বলেন, ‘আমরা দেখতে চাই বাংলাদেশ সরকার মানবাধিকারের বাধ্যবাধকতা পূর্ণাঙ্গভাবে মেনে চলছে।’

মাদককে বিশ্বব্যাপী সমস্যা উল্লেখ করে বিবৃতিতে বলা হয় ‘বাংলাদেশকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের আইনশৃঙ্খলাবাহিনী মানবাধিকারকে সম্মান করছে। তাই অভিযানে আন্তর্জাতিক মান এবং সংবিধানে স্বীকৃত নিরীহ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here