শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ নিরাপদে উৎসব উদযাপন করতে পারে : মেহেদী জামিল

0
310

শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী জামিল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ নিরাপদে উৎসব উদযাপন করতে পারে। তিনি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আসতে হবে। এজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বুধবার শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এ এইচপি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সর্বস্থরের জনগণের সম্মানে চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ইউনুস হাওলাদের সভাপতিত্বে ও চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক মোল্যার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট মির্জা হযরত আল্বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন হাওলাদার, জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন হাওলাদার, মহিলা সদস্য আসমা আক্তার, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন সরদার সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ। এসময় আগত অতিথি ও বিপুল সংখ্যক সর্বস্তরের জনগণ শৃঙ্খল আপ্যায়নে সন্তষ্টি প্রকাশ করেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here