ছাতকে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ে জড়িত ৩মোটর সাইকেল আরোহী গ্রেফতার

0
347

হাবিবুর রহমান নাসির, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ছাতকে মন্ডলীভোগ এলাকায় মোগলপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা নূর মিয়ার স্ত্রী এখলাছুন্নেছা (৫০) গত ২ এপ্রিল গৃহনির্মাণের জন্যে সোনালী ব্যাংক থেকে ৩লাখ টাকা উত্তোলন করেন। ভাইকে সাথে নিয়ে টাকাসহ রিকশায় বাসায় যাবার পথে মন্ডলীভোগ মুজিবুর রহমান কিন্ডার গার্টনের কাছে পৌছলে ফিল্মি স্টাইলে মোটর সাইকেল আরোহী তাদেরকে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। এসময় ছিনতাইকারিদের ছবি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের বাসভবনের সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে পুলিশ দীর্ঘ তদন্তের পর ১২জুন ছাতক ও বিয়ানীবাজার থানার যৌথ উদ্যোগে ৩ছিনতাইকারিকে সিলেট শহর থেকে গ্রেফতার করা হয়। এরা হলো- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রঙ্গীকুল গ্রামের চুনু মিয়ার পুত্র সেলিম আহমদ ওরফে বটলা সেলিম (৩৫), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাবিদপুর গ্রামের আব্দুস সালামের পুত্র এনামুল হক এনাম (৩০) ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দবাগ গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র বেলাল আহমদ জাকির (৩৫)। তবে ঘটনার সাথে জড়িত ছাতকের কোন ছিনতাইকারির নাম-ঠিকানা এখনো সনাক্ত করা যায়নি। তবে ছিনতাইকারিদের ছুরিকাঘাতে কালারুকা ইউনিয়নের হাসনাবাদ পূর্ব পাড়া গ্রামের সোনাহর আলীর পুত্র ছয়ফুল ইসলাম (৬০) গুরুতর আহত হয়। এব্যাপারে থানার একটি দায়িত্বশীল সূত্র রিমান্ড আবেদন চেয়ে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here