জয়পুরহাট জেলা পরিষদের সদস্য চাঁদাবাজি মামলায় গ্রেফতার!

0
370

এম এম আতাউর রহমান (জীবন),
জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। আজ ভোরে নিজ বাড়ী থেকে সন্ত্রাসী ও চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয় ।
মামলার বিবরনে জানা যায়, জয়পুরহাট জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবত ৫ লাখ টাকা চাঁদা দাবী করে ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দীন মন্ডলকে হুমকী প্রদান করে আসছিলেন। এক পর্যায়ে গত সোমবার রাত ১০টার সময় জাহাঙ্গীর আলম তার সহযোগীদের সঙ্গে নিয়ে চেয়ারম্যানের বাসায় হামলা চালায় ও ভাংচুর করে। সোমবার গভীর রাতে ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দীন মন্ডল বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করলে তাকে আজ ভোরে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে জয়পুরহাট সদর থানা পুলিশ।
জয়পুরহাট সদর থানার ওসি তদন্ত মমিনুল হক বলেন, এ ঘটনায় আজ ভোরে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here