হেদায়েত হোসাইন,বাগেরহাট :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাগেরহাটে জমে উঠেছে ঈদের বাজার। ঈদের আর মাত্র ১০ দিন বাকি থাকায় পছন্দের পোশাকের খোঁজে ক্রেতারা ছুটছে এক মার্কেট থেকে আরেক মার্কেটে। আর তাদের চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারাও নানা রঙ্গ ও নামের পোশাকের পসরা সাজিয়েছেন দোকানে। বিপণিবিতানগুলোতে ক্রেতা উপস্থিতি এবং বিক্রি বাড়ায় সন্তোষ প্রকাশ করছেন বিক্রেতারা। ক্রেতাদের এ ভিড় চাঁদরাত পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করছেন বিক্রেতারা। পাখি, কিরণমালা, বাজিরাও মাস্তানির পর এবারের ঈদে তরুণীদের পোশাকের বাজার মাতাচ্ছে হুররাম সুলতান ও বাহুবলী-২। জনপ্রিয় মেগা সিরিয়াল সুলতান সুলেমানের জনপ্রিয় চরিত্র হুররাম সুলতান ও বাহুবলী-২ বলিউডি সিনেমার নায়িকার পোশাক অনুসারেই এসব নামকরণ করা হয়েছে। তাই এবারের ঈদে ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে এ পোশাক গুলি।
এদিকে ঈদ বাজারে জনপ্রিয়তার শীর্ষ হুররাম সুলতান ও বাহুবলী-২ থাকলেও পিছিয়ে নেই সারারা, লাছা, সরকার থ্রিসহ বাহারি নামের অন্য পোশাক গুলো। তবে ক্রেতারা বলছেন, এসব নাম শুধুই ক্রেতা আকৃষ্ট করার জন্য। বিশেষ কোনো ডিজাইন অনুসারে এ নামকরণ করা হয়নি। আর বিক্রেতারা বলছেন, সিনেমা, সিরিয়াল দেখে ক্রেতাদের মধ্যে এক ধরনের পোশাকের প্রতি মানুষের দুর্বলতা তৈরি হয়। সেই প্রবণতা থেকেই পোশাক তৈরি ও বিক্রির ক্ষেত্রে নামকরণের বিষয়টি মাথায় রাখা হয়। বিক্রেতারা আরো বলেন, এবার ঈদ ফ্যাশন হিসেবে গাউন ধরনের পোশাক মেয়েরা বেশি পছন্দ করছে। বাজারে এ ধরনের পোশাক হুররাম, বাহুবলী-২ নামেও পরিচিতি পাচ্ছে। গাউনের পাশাপাশি লেহেঙ্গা ধরনের পোশাকেও নজর দিচ্ছে মেয়েরা। এগুলোকে সারারা বলা হচ্ছে। তবে লাছা নামের আরেক ধরনের পোশাকও বেশ বিক্রি হচ্ছে। নাম যা-ই হোক, এবার ঈদে লেহেঙ্গা, গাউন আর ফ্লোর টাচের চাহিদা বেশি। এসব পোশাকের ডিজাইন একটু এদিক-ওদিক করে ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে।
অপরদিকে, বিপণিবিতান ও শপিং মলগুলোতে ক্রেতাদের সমাগম বাড়ায় স্বস্তি প্রকাশ করে বিক্রেতারা জানান, রোজার প্রথম ১০ দিন বিক্রি ছিল না বললেই চলে। তবে রোজার মাঝামাঝি ক্রেতা খরা ঘুচেছে মার্কেটে। মানুষ শুধু দেখতে আসছে না। পছন্দ ও দামে মিললে পণ্য কিনে নিচ্ছে। সামনে আরো বিক্রি বাড়বে বলে তাঁদের আশা। এ অবস্থায় এত দিন অনেকটা অলস সময় কাটালেও বর্তমানে কথা বলারও ফুরসত নেই বিক্রেতাদের। ঈদের কেনাকাটার উদ্দেশ্যে বাগেরহাটের ঈদ বাজারে জেলা সদরসহ উপজেলা থেকেও ক্রেতার্ াভিড় জমাচ্ছে বিপণিবিতানগুলোতে। ফলে সকাল থেকেই ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠছে বাগেরহাটের মার্কেট গুলো।
তবে শুধু বিপণিবিতানই নয় ঈদের কেনা-বেচায় পিছিয়ে নেই জুতা ও কসমেটিকস দোকানীরাও। বিভিন্ন শ্রেণি-পেশার ক্রেতারা তাদের সাধ্য অনুযায়ী পছন্দসই পোশাক কিনতে ব্যস্ত থাকছে। ফলে দিনভর বেচাকেনায় ব্যস্ত সময় পার করেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া ছেলেদের পোশাকের দোকানগুলোতেও বেশ ভিড় দেখা গেছে। বিশেষ করে পাঞ্জাবির, নতুন ডিজাইনের, জিন্স প্যান্ট, সিলিপরার জুতা, কনভার্স কিনতে দোকানগুলোতে ভিড় করছে তরুণরা।##