চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন বৃদ্ধি

0
401

খবর৭১: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা (প্রোডাকশন ওয়ারেন্ট বা পিডব্লিউ) প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সাথে আগামী ২৮ জুন পর্যন্ত তার জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে।

আজ সোমবার পুরান ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. মো: আখতারুজ্জামানের আদালত আসামি পক্ষের আবেদন মঞ্জুর করেন। এ ছাড়া খালেদা জিয়া এ মামলায় জামিন বাড়ানোর আবেদন করেন।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া নয়া দিগন্তকে বলেন, বেগম জিয়ার জামিন ২৮ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করা হয়েছে। এছড়া একই তারিখে পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আরেক আসামি জিয়াউল ইসলাম মুন্না চিকিৎসা ও ওমরাহ হজ পালনের জন্য এক মাসের সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here