অাব্দুল অাওয়াল(পলাশ), প্রতিনিধি : নেত্রকোনার মদনে সন্ধ্যায়পাট ক্ষেতে গরু তাড়াতে গিয়ে দু’পক্ষে সংর্ঘষে উভয় পক্ষের নারী শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।গুরুতর আহতদের মধ্যে হিরা মনি (১৪) ও হেনা আক্তার (৬৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহত সুরাইয়া আক্তার (৩৫),কামরুল (২২),শেফালী (৩৫),জায়েদা (৪৫) আক্তারকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় জয়পাশা গ্রামের সায়েম আলীর পাট ক্ষেতে পাথর আলীর গরু প্রবেশ করে জমি নষ্ট করলে সায়েম গরু গুলো লাঠি দিয়ে তাড়ায়। এ ঘটনার জের ধরে ইফতারের পর জয়পাশা চারিবাড়ি ঘোরাটে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।ওসি মোঃ শওকত আলী জানান,সংঘর্ষের এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
খবর৭১/এস: