হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে শ্রশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৮তম তিরোধান উৎসব উপলক্ষে তিনদিন ব্যাপী রাধাগোবিন্দের লীলা কীর্ত্তন আজ সোমবার দধিভান্ড ভাঙ্গনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হচ্ছে। শনিবার রাতে শহরের মন্ডলীভোগস্থ লোকনাথ আশ্রম প্রাঙ্গনে শুভ অধিবাসের মধ্য দিয়ে তিরোধান উৎসবের সুচনা করা হয়। রোববার দিবারাত্রি বিরতিহীনভাবে পরিবেশিত হয় রাধাগোবিন্দের লীলা কীর্ত্তন। উৎসবে দিরাই উপজেলার জহরলাল দাস, কুলাউড়ার বিদ্যূৎ দাস (পুলিশ), বিয়ানীবাজারের মনোরঞ্জন দাস(সৈনিক) ও জকিগঞ্জের বিধান ধরসহ দেশের খ্যাতনামা কীর্ত্তনিয়াগন লীলা কীর্ত্তন পরিবেশন করেন। গতকাল রোববার সকাল থেকে গভির রাত পর্যন্ত পূণ্যার্থীদের আগমনে উৎসব অঙ্গন ছিল লোকে-লোকারন্য। উৎসব কমিটির সভাপতি অরুন অধিকারী ও সাধারন সম্পাদক বিদ্যূৎ সাহা বরাবরের মতো এ বছরও তিরোধান উৎসব সুন্দর ও স্বার্থক করতে অব্যাহত শ্রম ও সহযোগিতা করার জন্য উৎসব কমিটির পক্ষ থেকে সকল নেতৃবৃন্দ ও ধর্মবর্ণ সকলের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
খবর৭১/এস: