সাহরির জন্য ডাকাডাকি করায় ৬ জনকে আটক!

0
439

খবর৭১: পবিত্র রমজান মাসে রাতে সাহরি খাওয়ার জন্য রোজাদারদের জাগানোর জন্য ডাকাডাকি করায় ৬ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল।

ফিলিস্তিনের রেওয়াজ অনুযায়ী কাসিদা দলের সদস্যরা রোজাদারদের জাগাতে রাতে আওয়াজ করে সব মানুষকে জাগানোর চেষ্টা করেন।

কিন্তু কয়েকজন ব্যক্তি কাসিদা দলের বিরুদ্ধে ইসরাইলি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করার অজুহাতে তাদের গ্রেফতার করেছে। অভিযোগকারীদের দাবি, কাসিদা দলের শব্দে অনেকেই বিরক্ত হচ্ছেন।

কাসিদা দলের সদস্য মোহাম্মাদ হাজিজি বলেছেন, এ এলাকায় কয়েক হাজার মানুষের বসবাস। এর মধ্যে হয়তো ১০ জন অভিযোগ করেছেন। এটি শত শত বছরের ঐতিহ্য। রোজাদাররা এর মাধ্যমে উপকৃত হন।

এদিকে অধিকৃত অঞ্চলে মাইকে আজান নিষিদ্ধের বিষয়ে একটি নতুন কমিটি গঠন করেছে। এই বিলটি পাস হলে ফিলিস্তিনি মুসলমানরা সেখানে মাইকে আজান দিতে পারবেন না।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here