খবর৭১:আজ শনিবার পাওয়া যাবে আগামী ১১ জুনের রেল টিকিট। ঈদের আগে-পরের ১০ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় গতকাল শুক্রবার থেকে।
নির্ধারিত সময় আজ সকাল ৮টা থেকে টিকিট বিক্রির কাউন্টার খুলেছে। আর টিকিট প্রত্যাশীরা লাইনে এসে দাঁড়িয়েছেন এক দিন আগে থেকে।
আজকের পর ক্রমান্বয়ে ৩ জুন থেকে ৬ জুন পর্যন্ত মিলবে ১২ জুন-১৫ জুনের ট্রেনের টিকিট। প্রতিদিন সকাল ৮টায় কাউন্টার খুলবে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী।
রেলমন্ত্রী আগেই জানিয়ে রেখেছেন, ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীসেবা নিশ্চিত করতে অতিরিক্ত বগি যুক্ত করবে রেলের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল। এ ছাড়া রেলবিভাগ অতিরিক্ত ১৫ হাজার যাত্রী চলাচলের ব্যবস্থা করেছে। রেলওয়েতে প্রতিদিন ২ লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করেন। এবার আরো ১৫ হাজার বেশি আসনের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, যাত্রীদের টিকিট পেতে যাতে কোনো সমস্যা না হয় সেইজন্য রেলওয়ে নিরাপত্তাকর্মী ছাড়াও পুলিশ ও র্যাব কমলাপুর রেলস্টেশনে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
খবর৭১/জি: