শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। মঙ্গলবার রাতে ভেদরগঞ্জ বাজারে পদ্মা জেনারেল হাসপাতালে তিন কন্যা সন্তান জন্ম দেন তিনি। রাহিমা (৩০) গোসাইরহাট উপজেলার গরিবেরচর ইউনিয়নের হালদার কান্দি গ্রামের বাসিন্দা বাসেদ হাওলাদরের স্ত্রী।
পদ্মা হাসপালের চিকিৎক আব্দুল মান্নান বলেন, গাইনি বিশেষজ্ঞ ডা. আম্বিয়া আলম রাহিমা বেগমের তত্বাবধানে নর্মালে প্রসব করান। নবজাতকরা সবাই সুস্থ আছেন।