খবর ৭১ঃমৌসুমের শুরুতেই প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. আবদুর রহমান বলেন, সারা দেশেই বেশ কয়েক দিন ধরে ভ্যাপসা গরমের পর বর্ষা মৌসুম শুরু হয়েছে এবং এই মৌসুমের শুরুতেই প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এটি র্দীঘায়িতও হতে পারে।
আবহাওয়া অধিদফতর শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারিবর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।সূত্র: বাসস
খবর ৭১/ইঃ