মেয়াদোত্তীর্ণ বিস্কুট দিয়ে কাবাব, ফখরুদ্দিন বিরিয়ানিকে জরিমানা

0
269

খবর ৭১ঃরাজধানীর বেইলি রোডে ফখরুদ্দিন বিরিয়ানিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট দিয়ে কাবাব ও হালিম তৈরি করায় তাদের জরিমানা করা হয়।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান চালায় র‌্যাব-৩ ও বিএসটিআই। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সারোয়ার আলম বলেন, বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট নিয়ে কাবাব ও হালিম তৈরির অপরাধে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি করায় শান্তিনগর বাজারে ৮ মাংস ব্যবসায়ীকে এক লাখ ৭৫ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে একই এলাকার এইচ এস বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here