ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উল্লাহ খানের বিদায় সংবর্ধনা

0
314

হাবিবুর রহমান নাসির ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের পদোন্নতিজনিত বদলী হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে অফিসার্স ক্লাবের উদ্যোগে অফিসার্স ক্লাবে তাকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। সহকারী কমিশনার(ভুমি) সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও ইউআরসি ইন্সষ্ট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিদায়ী অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান। বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মাসুদ সিদ্দিকী, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অভিজিৎ শর্ম্মা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুনিল চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা আনিসুল ইসলাম খান, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, অফিসার্স ক্লাবের সেক্রেটারী সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, সোনালী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার আব্দুল জলিল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভা শেষে বিদায়ী অতিথির সম্মানে ইফতার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা নূরুল হক। এর আগে দুপুরে একটি বাড়ি একটি খামার প্রল্পের উদোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুলকার নাইনের সভাপতিত্বে ও মাঠ সহকারী কৃপেশ চন্দের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, ফিল্ড সুপারভাইজার বকুল দেবনাথ, আব্দুল ওয়াদুদ, মাঠসহকারী আক্তার হোসেন, মনির হোসেন, মুক্তার হোসেন, বীনা রানী সূত্রধর, জামাল উদ্দিন প্রমূখ। উপজেলা ভুমি অফিসের পক্ষ থেকেও তাকে পৃথক সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মোহাম্মদ নাছির উল্লাহ খানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে ।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here