স্বাস্থ্যসেবায় এগিয়ে বাংলাদেশ

0
390

খবর৭১: স্বাস্থ্যসেবাখাতে বাংলাদেশের চেয়ে পিছিয়ে ভারত। বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে ভারতের অবস্থান ১৫৪তম। অথচ বাংলাদেশ ৫২তম অবস্থানে রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মেডিকেল জার্নাল ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

গবেষণায় দেখা গেছে, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পরেও স্বাস্থ্যসেবায় লক্ষ্যমাত্রা অর্জনে ভারত ব্যর্থ হয়েছে। গত ২৫ বছরে আশানুরূপ স্বাস্থ্যসেবা দিতে পারেনি দেশটি। চীন, শ্রীলংকা ও পাকিস্তানের চেয়েও ভারতের অবস্থান নিচের দিকে।

স্বাস্থ্যসেবার মান ও সহজপ্রাপ্যতার (এইচএকিউ) সূচকে ভারতকে পিছনে ফেলে এগিয়ে বাংলাদেশ। বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম আর ভারত ১৪৫তম। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেট এক গবেষণার তথ্য ।

তবে ২০১৫ সালের গ্লোবাল বার্ডেন অব ডিজিজের গবেষণায় বলা হয়, ১৯৯০ থেকে স্বাস্থ্যসেবার মান ও সহজপ্রাপ্যতার উন্নতি ঘটেছে ভারতে। ২০১৬ সালে স্বাস্থ্যসেবার মানের সূচকে ভারত অর্জন করে ৪১.২। ১৯৯০ সালে তা ছিল ২৪.৭, বুধবার এ খবর দিয়েছে পিটিআই ।

গবেষণায় বলা হয়, এইচএকিউ সূচকের দ্রুত উন্নতি ঘটেছে ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দেশের মধ্যে ব্যবধান অনেক বৃদ্ধি পেয়েছে। ১৯৯০ সালে এ পার্থক্য ছিল ২৩.৪ পয়েন্ট। ২০১৬ সালে এ ব্যবধান দাঁড়ায় ৩০.৮ পয়েন্টে।

গবেষণা অনুযায়ী, ভারত যেসব রোগ মোকাবিলায় দুর্বল পারফরম্যান্স দেখিয়েছে তা হল টিবি বা যক্ষ্মা, রিউমেটিক হার্ট ডিজিজ, ইসাইমিক হার্ট ডিজিজ, স্ট্রোক, মূত্রাশয়ের ক্যান্সার, কোলন ক্যান্সার, কিডনি সংক্রান্ত জটিল রোগ ও অন্যান্য। গবেষণা প্রতিবেদনের মাধ্যমে সমগ্র সেবাখাত ও জনগণের জন্য গুণগত স্বাস্থ্যসেবার মান ও সহজপ্রাপ্যতা জরুরি ভিত্তিতে উন্নতি করার পরামর্শ দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here