চৌগাছার সিএসপিএইচ ’৯৯ ব্যাচের মাসব্যাপী বিনা মূল্যে ইফতার বিতরনের উদ্যোগ গ্রহন

0
318

চৌগাছা (যশোর) সংবাদদাতা :যশোরের চৌগাছার সিএসপিএইচ ’৯৯ ব্যাচ ফাউন্ডেশন পবিত্র মাহে রমজানে মাস ব্যাপী ইফতার পরিবেশনের উদ্যোগ গ্রহন করেছে বলে জানা গেছে। উপজেলার স্বাধীনতা ভাস্কার্য মোড়ে রোজাদার সকল শ্রেনী পেশার মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতারণ করা হবে। কর্তৃপক্ষ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে ফাউন্ডেশনের পক্ষ হতে জানানো হয়েছে। জানা গেছে, চৌগাছা শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৯ সালের এসএসসি ব্যাচ বর্তমানে দেশ বিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। এই ব্যাচের শতাধিক বন্ধু মিলে প্রায় ১০ বছর আগে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রতি মাসে তারা এই ফাউন্ডেশনে ১শ টাকা করে জমা দেন। যৌথ স্বাক্ষরে চলা হিসাব নম্বরে তাদের বেশ টাকা জমা হয়েছে। জমাকৃত অর্থ দিয়ে তারা বন্ধুদের নানা সমস্যায় সহযোগীতা প্রদান, এতিমদের পাশে দাড়ানো ছাড়াও তারা গরীব মেধাবী অসহায় শিক্ষার্থীদেরকে অর্থিক সহযোগীতা প্রদান করার পাশাপাশি শিক্ষা উপকরণ কিনে দেন। ওই সংগঠন এবার নতুন একটি উদ্যোগ গ্রহন করেছেন। সেটি হচ্ছে মাস ব্যাপী পবিত্র মাহে রমজানে ফ্রি ইফতার বিতারণ কর্মসূচি। সংগঠনের সভাপতি সাদেকুর রহমান ডালিম জানান, আজ পহেলা রমজান থেকে শুরু করে রমজানের শেষ দিন পর্যন্ত আমাদের সংগঠনের নেতৃবৃন্দ বিনামুল্যে ভাস্কার্য মোড়ে সকল শ্রেনী পেশার রোজাদারের মাঝে ইফতার বিতারণ করবে। আসরের নামাজের পরপরই এই কার্যক্রম শুরু হয়ে তা ইফতারের আগ মুহুর্ত পর্যন্ত চলতে থাকবে। এই কর্মসূচি সফল করার লক্ষে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন। এদিকে সিএসপিএইচ ’৯৯ ব্যাচ ফাউন্ডেশন নামক সংগঠনটির এই মহৎ উদ্যোগকে উপজেলার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here