উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে কয়েকদিনে বিভিন্ন প্রজাতির মোট ৬০ হাজার মাছের পোনা অবমুক্ত করলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম। বৃহস্পতিবার (১৭ মে) বেলা ২টায় নড়াইল পুলিশ লাইন্সে অবস্থিত জমিদারদের রেখে যাওয়া বিভিন্ন ঝিল পুকুরে ১০ হাজার পাঙ্গাসের পোনাসহ বিভিন্ন প্রজাতির মোট ৬০ হাজার মাছের পোনা অবমুক্ত করার সময় এ তথ্য জানা যায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, নড়াইল পুলিশ লাইন্সের আর.আই, নড়াইল পৌরসভার প্রাক্তন পৌর মেয়র খান মোঃ কবির হোসেন প্রমুখ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিথ ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাছের পোনা অবমুক্ত করার সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম তাঁর বক্তব্যে বলেন, মানুষের শরীরে অধিকাংশ আমিষের চাহিদা পূরণ করে মাছ। আর বর্তমান বাজারে মাছের মধ্যে ফরমালিন থাকায় তা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ঝিল পুকুরে উৎপাদিত মাছ নড়াইলে পুলিশ লাইন্সে অবস্থানরত পুলিশ সদস্যদের আমিষের চাহিদা পূরণে সক্ষম হবে বলেও তিনি মনে করেন। এছাড়া নড়াইলবাসীকে বিভিন্ন জলজ উৎসে মাছ চাষের জন্য উদাত্ত আহ্বানও জানান পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম। এদিকে, ১৬ এপ্রিল নড়াইল এসপি অফিসের পুকুরে কার্প জাতীয় ৩০ কেজি মাছের পোনা মাছ অবমুক্ত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) সারকেল মেহেদী হাসান।
খবর ৭১/ইঃ