আইনশৃঙ্খলা রক্ষার্থে ব্যাংকার্স ও ব্যবসায়ীদের সাথে নড়াইলের পুলিশ সুপার এর মতবিনিময়

0
390

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ নড়াইলে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে ব্যাংকার্স ও ব্যবসায়ীদের সাথে নড়াইলের পুলিশ সুপার মতবিনিময় করেছেন। বুধবার (১৬ মে) সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মোঃ আমিনুজ্জামান, নড়াইল জেলা বিশেষ শাখার ডিআইও-১ প্রমুখ। এ সময় নড়াইলে কর্মরত সকল ব্যাংকের কর্মকর্তারা ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম তাঁর বক্তব্যে বলেন, রমজান মাস পবিত্রতা ও সিয়াম সাধনার মাস। এ মাসের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব সকলের। একজন রোজাদারকে কষ্ট দেওয়া কোনো মানুষের কাজ হতে পারে না। এজন্য সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করে চলার জন্য উদাত্ত আহ্বান জানান। এছাড়া পণ্যে ভেজাল ও ওজনে কম দেওয়ার বিষয়ে সতর্কতা প্রদান করেন ব্যবসায়ীদের। তিনি আরও বলেন, এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজান মাসে ব্যাংকিং সেবার দ্বারা উন্মুক্ত রাখার জন্য ব্যাংক কর্মকর্তাদেরও আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here