সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে লিটন ও সোহেল নামের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে তাদের মেঘনা ও বৈদ্যেরবাজার এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে গতকাল বুধবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
আটককৃত লিটন ঝাউচর গ্রামের সুলতান মিয়া ছেলে ও সোহেল বৈদ্যেরবাজার ইউনিয়নের ছনপাড়া গ্রামের মৃত আঃ সাত্তার সরকারের ছেলে।
সোনারগাঁও থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে উপজেলা মেঘনা শিল্পা ল এলাকা থেকে লিটন মিয়াকে ৫৫ পিছ ইয়াবা ও সোহেল মিয়াকে বৈদ্যেরবাজার ইউনিয়নের ছনপাড়া গ্রাম থেকে ৩০ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে।অপরদিকে, মেঘনা শিল্পা ল থেকে মাদক ব্যবসায়ী ও ডাকাত দলে সদস্য পারভেজকে আটক করছে পুলিশ।