চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের ঝটিকা অভিযান, আটক ৬

0
400

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
জীবননগর থানা পুলিশের ঝটিকা অভিযানে নাশকতা­মূলক কাজের সাথে জড়িত থাকার অপরাধে জামায়াতের রােকনসহ ৬ জন আটক হয়েছে। সোমবার বিকালে গোপন সংবাদ পেয়ে উপজলার বিভিন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে এদেরকে আটক করে পুলিশ।

আটককৃতরা হচ্ছে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের আঃ গফুরের ছেলে জামায়াতের রোকন মহিউদ্দিন (৪০), একই গ্রামের লুৎফার রহমানের ছেলে জামা­য়াতের কর্মি নুরুলহুদা (৪৫), মনোহরপুর গ্রামের মৃত সুলতানের ছেলে মনোহর­পুর ইউপি জামায়াতের সভাপতি আসাবুল হক (৫৫), যাদবপুর গ্রামের হায়দার আলীর ছেলে সীমান্ত ইউনি­য়ন জামায়াতের সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্­দিক (৩০) খয়েরহুদা গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে কডিক ইউনিয়ন জামায়­তের সভাপতি জান মোহাম্মদ (৬০) এবং জীবননগর পৌর সভার কাের্ট পাড়ার কলি মদ্দিনের ছেলে জামা­য়াতের অফিস সেক্রেটারী গোলাম রসুল (৪৮)কে আটক করে পুলিশ।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, আগামী জাতীয় সংসদ নির্ব­চনকে ঘিরে নাশকতামূলক কর্মকান্ডের সাথে জড়িত থা­কার অপরাধে জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই পাওয়া গেছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নাশক­তামূলক মামলা রুজু হয়েছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here