দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বিশ্ব মা দিবস উপলক্ষ্যে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে তালোড়া ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজেন এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালোড়া ইউপি সচিব মাহবুবুর রহমান পলাশ, প্যানেল চেয়ারম্যান রেহেনা বেগম, ইউপি সদস্য সেলিনা বেগম, আতাউর রহমান, সাহিদুল ইসলাম, আব্দুল মান্নান, মুকুল হোসেন প্রমুখ। উক্ত মা সমাবেশে তালোড়া ইউনিয়নের ১শ’৩২ জন মা উপস্থিত ছিলেন। পরে একই স্থানে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা কর্মসূচীর উপকারভোগীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
খবর৭১/এস: